[ad_1]
ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা-কর্মীরা। এতে বাড্ডা কাঁচাবাজার, হোসেন মার্কেট, মেরুল বাড্ডা, রামপুরা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়।
জাতীয় প্রেস ক্লাব থেকে আজ সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের করে জাগপার নেতা-কর্মীরা। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ তাদের বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আটকে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জাগপার নেতা-কর্মীরা।
সমাবেশ থেকে ভারত সরকারকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়। ঘণ্টাখানেক নেতা-কর্মীরা সড়কে অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দিতে বললে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দেন জাগপার নেতা-কর্মীরা।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার দাবিতে সকালে সড়কে অবস্থান নেন জাগপার নেতা-কর্মীরা। এ সময় যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে বাধ্য হয়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]