[ad_1]
চলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৬৬৪ জন।
সংস্থাটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, এ বছরের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে দেশে ধর্ষণের শিকার হয়েছে ৪৫ জন কন্যা, ২৯ জন নারীসহ মোট ৭৪ জন। মোট ১৩টি নির্যাতনের ধরন উল্লেখ করে নারী ও কন্যাশিশু নির্যাতন এবং সহিংসতার সংখ্যা উল্লেখ করা হয় প্রতিবেদনে। মাসিক প্রতিবেদনটি যাচাই করলে দেখা যায়, গত জুনে ২০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতন-সহিংসতার শিকার হয়। মে মাসে এই সংখ্যা ছিল ১৮৪ জন, এপ্রিলে ৩৩২, মার্চে ৪৪২, ফেব্রুয়ারিতে ১৮৯ এবং জানুয়ারিতে এই সংখ্যা ছিল ২০৫ জন। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২২ জন নারী ও কন্যাশিশু। অথচ পুরো ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২৫ জন। গত বছরের তুলনায় এ বছরের প্রথমার্ধে পারিবারিক সহিংসতার কারণে নারীদের প্রতি শারীরিক নির্যাতনের হার অস্বাভাবিক বেড়ে গেছে।
জুলাই মাসে মোট ১৮ জন নারী আত্মহত্যা করেছে। তাদের মধ্যে ৩ জন কন্যা ও ১৪ জন নারী। ১৫ জন কন্যা ও ৬৩ জন নারী হত্যার শিকার হয়েছে। যৌন সহিংসতার শিকার হয়েছে ৯ জন কন্যা, ৬ জন নারীসহ মোট ১৫ জন।
প্রতিবেদনে কন্যা বলতে বোঝানো হয়েছে শূন্য থেকে ১৮ বছর বয়সী মেয়েদের।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]