[ad_1]
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দিয়ে কেক কেটে ‘মৃত্যু উদ্যাপন’ করেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’, ‘শেখ হাসিনা স্বৈরাচার’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দেশের এক স্বৈরাচারীর প্রতীকী ফাঁসি দিয়েছি এবং মৃত্যু-আনন্দ ভাগাভাগি করতে কেক কেটে উদ্যাপন করেছি। শেখ হাসিনা ও তাঁর সরকার গত ১৫ বছর জনগণকে বাকরুদ্ধ করে রেখেছিল, গুম ও খুন করেছে। জুলাই অভ্যুত্থানে দেখেছি, কীভাবে মানুষকে পাখির মতো হত্যা করা হয়েছে।’
তাঁরা আরও বলেন, ‘গত এক বছরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিচার কার্যক্রমে কোনো অগ্রগতি দেখা যায়নি। এর প্রতিবাদে এই প্রতীকী ফাঁসির আয়োজন করেছি এবং ফাঁসির খুশি ভাগাভাগি করতে কেক কেটেছি।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]