[ad_1]
দেশের রাজনৈতিক দলগুলো এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের জাতীয় ঐক্যকে কাঠামোগত রূপ দিতে ব্যর্থ হয়েছে বলে মনে করে যুব বাঙালি। আজ মঙ্গলবার রাজধানীর পরিবাগে কাজী আবদুল লতিফ সাজু স্মৃতি পাঠাগারে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সংগঠনটির দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম হৃদয় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তারা বলেন, বাঙালির স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে সশস্ত্র সংগ্রামে, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে এ দেশের শ্রম-কর্ম-পেশার জনগণের অংশগ্রহণই এ সব আন্দোলনকে সফল করেছিল। যার প্রতিফলন ঘটেছে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে। যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তাকে কাঠামোগত রূপ দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলো। শুধুমাত্র রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।
বক্তারা বলেন, ভূমিহীন, অর্থহীন দরিদ্র মানুষদের ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য বিশ্বব্যাপী সম্মানিত হওয়া ব্যক্তিত্ব যখন সরকার প্রধান হয়েছেন, তিনিই এই শ্রম-কর্ম-পেশার জনগণের ক্ষমতায়নের বিষয়ে কিছু বলছেন না। প্রকারান্তরে বেমালুম ভুলে গেছেন বলেই প্রতীয়মান হচ্ছে। শ্রম-কর্ম-পেশার জনগণের প্রতিনিধিত্বমূলক ও অংশীদারত্বের জাতীয় ঐক্যের কাঠামো গড়ে তুলতে সকলকে আহ্বান জানান বক্তারা।
তারা বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকে পতিত ফ্যাসিবাদী শাসনের মতোই একে একে সব ধরনের মব জাস্টিস, আতঙ্ক, ভয় এমনকি মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ফিরে আসছে। শুধুমাত্র কতিপয় ক্ষমতালোভী কিছু নেতৃত্বের কারণে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। অন্যদিকে সরকারের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ বাগাড়ম্বরপূর্ণ। বাস্তবে শ্রম-কর্ম-পেশার জনগণের মধ্যে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে তার কাঠামোগত রূপ পর্যন্ত প্রস্তাব করা হয়নি।
যুব বাঙালির রায়হান তানভীরের সভাপতিত্বে ও উপদেষ্টা কাজী তানসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ’৯০ এর অভ্যুত্থানের সংগঠক সাবেক ছাত্রনেতা শরীফ মোহাম্মদ খান, বিশিষ্ট বুদ্ধিজীবী, গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রহমান চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের (জেএসডি) সভাপতি তৌফিকুজ্জামান, জুলাই যোদ্ধা নাহিদুল ইসলাম, জুনায়েদ, অসীর ফয়সাল, যুব বাঙালির উপদেষ্টা অপু, ওয়ালিদ হাসান, তোফাজ্জল।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]