[ad_1]
ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদ্যাপন করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এই উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারী।
পরে বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদস্য (প্রশাসন) আলমগীর হুছাইন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বলেন, এই আন্দোলনের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। তরুণ প্রজন্মের সাহসিকতা ও দৃঢ় অবস্থান এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছে।
এরপর সম্মেলন কক্ষে জুলাই ৩৬ নিয়ে কবিতা আবৃত্তি ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]