[ad_1]
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘আমাদের যে ঐতিহাসিক লন্ডন বৈঠক। যেখানে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। সেখানে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হওয়ার কথা হয়। বিষয়টায় সরকার গুরুত্ব দেবে। আমরা প্রস্তুত হয়ে আছি, ফেব্রুয়ারির মাঝামাঝি আমরা নির্বাচনে যাব।’
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শোভাযাত্রা শুরুর আগে আহমেদ আযম খান সাংবাদিকদের এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, ‘দুই-একটা রাজনৈতিক দল চেষ্টা করছে, ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে। মনে রাখতে হবে, যাদের ভোটের মাঠে ভোট নেই, ১০ বছর পরে নির্বাচন করলেও তাঁর ভোটের মাঠে ভোট হবে না। কিন্তু নির্বাচন দেরি হলে (ওই দুই-একটা দল) লাভবান কিছুটা হতে পারে, ক্ষতিগ্রস্ত হবে দেশ।’
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘রাজনৈতিক দুই-একটি দল পিআর পদ্ধতির কথা বলছে। এখনো পিআর পদ্ধতি সম্পর্কে দেশের ভোটাররা কিছুই জানেন না। রাজনৈতিক দলগুলোও অনেকটা অবহিত নয়। আমাদের পাশের দেশ ভারত, পাকিস্তানেও পিআর পদ্ধতি নেই। যে দেশগুলোতে পিআর পদ্ধতি আছে, সেই পিআর পদ্ধতি আমাদের বুঝতে ও জানতে হবে। কত শতাংশ ভোট পেলে পিআর পদ্ধতির আওতায় আসবে, সেটা তো আগে জানতে ও বুঝতে হবে। জনগণকে পিআর পদ্ধতি বুঝতে হবে। কাজেই আমরা মনে করি, যেভাবে আগের নির্বাচন সংবিধান অনুযায়ী করেছি, সেভাবেই হবে।’
আহমেদ আযম খান বলেন, ‘এখানে ঐকমত্য কমিশনেও কিন্তু আমাদের সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে সম্পূর্ণ ঐকমত্য, এখানে পিআর পদ্ধতি হবে না। দুই-একটি রাজনৈতিক দল উচ্চকক্ষে পিআর পদ্ধতির কথা বলেছে। সেখানেও পিআর পদ্ধতির অজ্ঞতার জটিলতা, না জানার ও বোঝার জটিলতার জন্য আমরা সেখানেও স্পষ্ট বলেছি। এই নির্বাচনে নিম্ন ও উচ্চকক্ষ কোথাও পিআর পদ্ধতি অত্যন্ত এই নির্বাচনে প্রয়োগ করা সম্ভব নয়। সেখানে ভবিষ্যতে যদি পিআর পদ্ধতির প্রয়োজন হয়, আগে জনগণকে অবহিত করে তারপরে।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বলেন, ‘এক বছরে নির্বাচিত সরকার না আসার কারণে বিনিয়োগ ও ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে আছে। বাংলাদেশের রাজনৈতিক দল ও বিদেশিরা অনিশ্চয়তার মধ্যে আছে। তাই আমি বলব, অনিশ্চয়তা কাটাতে দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে চাঙা করতে অবশ্যই দ্রুত নির্বাচন দরকার।’
বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে বিজয় র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]