[ad_1]
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে এক গার্মেন্টস কর্মী হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার চুয়াডাঙ্গার জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই নির্দেশ দেন।
হত্যা মামলার আসামি জাহাঙ্গীরকে আজ বিকেলে গার্মেন্টস কর্মী মো. রুবেল (১৮) হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে আদাবর থানা-পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গণ-অভ্যুত্থানের সময় মোহাম্মদপুরের আদাবরে সরকারবিরোধী বিক্ষোভ দমনে জাহাঙ্গীর জড়িত ছিলেন বলে তদন্তে জানা গেছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনায় কারা জড়িত ছিলেন, তা উদ্ঘাটন করা সম্ভব হবে।
মামলার অভিযোগে বলা হয়, সরকার পতনের দাবিতে গার্মেন্টস কর্মী রুবেলসহ কয়েক শ ছাত্র-জনতা গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার দিকে আদাবর থানাধীন রিং রোড এলাকায় মিছিল বের করে। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ ও মৎসজীবী লীগের নেতা-কর্মীরা। এতে গুলিবিদ্ধ রুবেলের দুদিন পর মৃত্যু হয়।
এ ঘটনায় গত বছরের ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরসহ কয়েকজনকে মামলায় আসামি করা হয়।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]