[ad_1]
জুলাই গণ-অভ্যুত্থানের অনুষ্ঠানে যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৮: ০২
মিরাজ ফকির। ছবি: সংগৃহীত
বরিশালের গৌরনদীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে মিরাজ ফকির (৪৬) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গৌরনদীতে আয়োজিত সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের জনসভায় মিছিল নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে তিনি মারা যান।
মিরাজ আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান বলেন, আগৈলঝাড়া থেকে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ছোট ছোট যানবাহনে করে গৌরনদীর কর্মসূচিতে যাচ্ছিলাম। পথে বাকাল ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিরাজ ফকির অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মিরাজ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের অনুসারী ছিলেন।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনীম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মিরাজ নামের ওই রোগীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি জানান, আরও আটজন নারী-পুরুষ অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]