[ad_1]
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) ও আব্দুল্লাহ আল মিহাদ (১৭)।
দগ্ধরা জানান, গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। এ সময় শোভাবর্ধনের জন্য সেখান অনেক বেলুন ফোলানো ছিল। সেগুলো উপস্থিত সবার হাতে হাতে দেওয়া হচ্ছিল। তখনই একদল ব্যক্তি সেগুলো টানাটানি শুরু করে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। তখনই ঘটে বিস্ফোরণ। ঝলসে যায় আশপাশে থাকা অন্তত ১১ জন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাঁদের সবার হাত ও মুখ সামান্য দগ্ধ হয়েছে। তবে তাঁদের কারও অবস্থা গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]