[ad_1]
সার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও ইংল্যান্ডের বুকায়ো সাকার পথ ধরে তিনিও সার্ফ এক্সেলের মুখ হয়ে উঠলেন।
সার্ফ এক্সেল বাংলাদেশ গর্বের সঙ্গে ফুটবল তারকা জামাল ভূঁইয়াকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বাগত জানিয়েছে। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে সার্ফ এক্সেল ‘দাগ থেকে দারুণ কিছু’ এ বিশ্বাসে অটল, কারণ, দাগ মানে শিশুরা খেলছে, শিখছে এবং নিঃসংকোচে বেড়ে উঠছে।
জামাল ভূঁইয়ার জীবনযাত্রা, যার প্রতিটি ধাপে রয়েছে অক্লান্ত পরিশ্রম ও অদম্য মনোবল। সার্ফ এক্সেল ও জামাল ভূঁইয়া একসঙ্গে বাংলাদেশের শিশুদের অনুপ্রাণিত করবে, তারা যেন খেলতে থাকে, শিখতে থাকে এবং কখনো থেমে না যায়।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]