[ad_1]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে গত বছরের ৫ আগস্ট ভোররাতে আন্দোলনে অংশ নিতে বাড়ি থেকে বের হন মুন্না। সেই বের হওয়াই যে তাঁর শেষ বিদায় ছিল, তা কে জানত। বছর ঘুরে আবারও ফিরে এসেছে ৫ আগস্ট, অথচ আজও ঘরে ফেরেননি মুন্না। বেঁচে রয়েছেন নাকি মারা গেছেন, তা-ও জানেন না তাঁর বাবা-মা। এখনো অশ্রুসিক্ত নয়নে ছেলের অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছে মুন্নার মা-বাবা ও একমাত্র ছোট বোন।
আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে গত বছরের ৫ আগস্ট ঢাকার লংমার্চে গিয়ে আর ফিরে আসেননি সাব্বির হোসেন মুন্না (২৪)।
জুলাই-আগস্ট আন্দোলনের যোদ্ধা মুন্না বেঁচে রয়েছেন নাকি শহীদ হয়েছেন, এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে তাঁর পরিবার। এখনো মুন্নাকে বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন স্বজনেরা।
জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় আবু মুসা সরকারের বাড়ির পাঁচতলায় ছোট্ট একটি রুম ভাড়া নিয়ে স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে গত চার বছর ধরে বসবাস করছেন শফিকুল ইসলাম।
সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় স্বল্প বেতনে চাকরি করে একার উপার্জনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন শফিকুল। তাই পরিবারের হাল ধরতে বাবার সঙ্গে একই কারখানায় চাকরি নেন ২৪ বছর বয়সের একমাত্র ছেলে সাব্বির হোসেন মুন্না।
বাবা-ছেলে দুজনের আয়ে তাঁদের সংসারের খরচ চালানোসহ মুন্নার ছোট বোন সুমাইয়ার লেখাপড়াও চলছিল একটি মহিলা মাদ্রাসায়। এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও মুন্না নিখোঁজ হওয়ার পর বন্ধ হয়ে গেছে সুমাইয়ার লেখাপড়া। ভেঙে পড়েছে পুরো পরিবারটি।
নিখোঁজ সাব্বির হোসেন মুন্নার মা মুক্তা বেগম জানান, গত বছর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান শুরু হলে কর্মস্থলে যাওয়ার সময় এলাকাবাসী ও বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন মুন্না। শেষপর্যায়ে সারা দেশে টানা সরকারি ছুটি ও কারফিউ জারি করা হলে আন্দোলনের মাঠে মুন্না ছিলেন পুরোদমে। ৫ আগস্ট সকালে মাকে ফাঁকি দিয়ে শুধু ছোট বোন সুমাইয়াকে জানিয়ে ঢাকার লংমার্চ কর্মসূচিতে কাঁচপুর থেকে মিছিলের সঙ্গে গণভবনের উদ্দেশে রওনা দেন তিনি। এরপর আর বাড়িতে ফিরে আসেননি তিনি।
ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে মা মুক্তা বেগম শোকে পাথর হয়ে গেছেন। কথা বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছেন। মোবাইল ফোনে মুন্নার ছবি দেখে দিন-রাত চোখের পানি ফেলে কান্নায় বুক ভাসাচ্ছেন তিনি।
মুন্না নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা রাজধানীর প্রায় সবগুলো হাসপাতাল, মর্গ ও থানায় খোঁজ করলেও নিখোঁজ মুন্নার সন্ধান মেলেনি আজও। এ ঘটনায় মুন্নার পরিবার গত ১৮ আগস্ট সোনারগাঁ থানায় জিডি করেন।
এরপর জিডির কপি নিয়ে আড়াইহাজার সেনাবাহিনীর ক্যাম্পেও লিখিতভাবে বিষয়টি জানান। তবে আজ পর্যন্ত মুন্নার কোনো হদিস পাওয়া যায়নি। এই অবস্থায় মুন্না বেঁচে রয়েছেন নাকি আন্দোলনে গয়ে শহীদ হয়েছেন, এ নিয়ে চরম হতাশা, দিশেহারা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে মুন্নার পরিবার।
শফিকুল ইসলাম বলেন, ‘ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে, জানি না। ছেলের লাশটাও যদি পেতাম, তাহলে নিজের হাতে দাফন করে মনকে অন্তত সান্ত্বনা দিতে পারতাম। আমার একটা মাত্র ছেলে। আমি মরে গেলে আমাকে মাটি দেওয়ার মতো পরিবারে আর কেউ নাই।’ এই বলে অঝোরে কাঁদতে থাকেন নিখোঁজ সাব্বির হোসেন মুন্নার বাবা।
এদিকে জেলা প্রশাসনের তৈরি গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকায় পাওয়া যায়নি মুন্নার নাম। নেই আহত ব্যক্তিদের তালিকায়ও। তবে কি মুন্না এখনো পড়ে রয়েছেন হাসপাতালের কোনো হিমাগারে? নাকি ঠাঁই হয়েছে অজ্ঞাতনামা শহীদদের কোনো গণকবরে? এমন প্রশ্ন তুলেছে নিখোঁজ মুন্নার পরিবারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব মো. জাবেদ আলম বলেন, ‘আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় ছাত্রদের কাছ থেকে আমরা মুন্নার নিখোঁজের বিষয়টি জানতে পারি। পরে তার বাসায় গিয়ে পরিবারের সঙ্গে কথা বলি। আমরাও আমাদের অবস্থান থেকে বিভিন্নভাবে খোঁজ করেছি। জেলার শহীদ ও আহত ব্যক্তিদের তালিকাও দেখেছি। কোথাও মুন্নার নাম পাইনি। আমরা আশা করব, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো বিষয়টি গুরুত্ব দেবে এবং মুন্নার সন্ধানে কার্যকর পদক্ষেপ নেবে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]