[ad_1]
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন রাঙামাটি জেলার দুখী চাকমা (৪৯) এবং চট্টগ্রাম নগরীর সিরাজউদ্দৌলা রোডের বাসিন্দা তাহসিন আজমি (২৮)।
চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দুখী চাকমা ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গতকাল রোববার রাত দেড়টার দিকে তিনি মারা যান। তাহসিন আজমি ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল রোববার সকালে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় মারা যান।
এই নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হলো। মৃত ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ, ছয়জন নারী ও দুই শিশু। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯৪৫ জনে দাঁড়িয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]