[ad_1]
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নোয়াগাঁও এলাকার একটি খামারবাড়ি থেকে প্রাণীটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
এলাকাবাসী জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনবসতিপূর্ণ এলাকায় হঠাৎ প্রাণীটিকে দেখতে পান তাঁরা। পরে এটিকে ধরে ফেলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গোড়। তাঁরা প্রাণীটি দেখে নিশ্চিত করেন, এটি একটি লজ্জাবতী বানর, যা বাংলাদেশে সংকটাপন্ন ও বিরল প্রজাতি হিসেবে পরিচিত।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘খাদ্যের অভাব, বন ধ্বংস ও আবাসস্থলের সংকটের কারণে প্রাণীগুলো লোকালয়ে চলে আসছে, যা বন্য প্রাণীদের জন্য হুমকিস্বরূপ। আমরা প্রাণীটিকে উদ্বার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছি। বন বিভাগ প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর উপযুক্ত পরিবেশে প্রাণীটিকে অবমুক্ত করার ব্যবস্থা করবে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]