[ad_1]
কুমিল্লার তিতাসে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী ও বডিগার্ড রাকিবুল ইসলাম বুলেটকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে তিতাস থানা-পুলিশ কদমতলীতে বুলেটের নানাবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বুলেট উপজেলা তারিয়াকান্দি এলাকার আব্দুল লতিফের ছেলে। তাঁর বিরুদ্ধে তিতাস, দাউদকান্দি ও মুরাদনগর থানায় হত্যা, ডাকাতি, চুরি, অস্ত্র মামলাসহ ১২টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, বুলেটের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে নিহত মামুন সম্রাটের আরও এক সহযোগী ছোট মামুনকে গ্রেপ্তার করা হয়েছ। ছোট মামুন জিয়ারকান্দি ইউনিয়ন শোলাকান্দি গ্রামের পাকির আলীর ছেলে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, রফিকুল ইসলাম বুলেটের কাছে থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া গেছে। আজ আদালতের মাধ্যমে দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]