[ad_1]
ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানের সব শহীদ ও আহত জুলাই যোদ্ধার স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।
আজ সোমবার প্রধান কার্যালয়সহ আওতাধীন সব রিজিয়ন ও জোন দপ্তরে একযোগে এসব কর্মসূচি পালিত হয়।
রাজশাহীতে বিএমডিএ প্রধান কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক তরিকুল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ টি এম মাহফুজুর রহমান প্রমুখ।
এ ছাড়া ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানে অংশগ্রহণকারী সমন্বয়ক ও আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মাহফিল শেষে শহীদ আবু সাঈদসহ সব শহীদ ও আহত জুলাই যোদ্ধার স্মরণে বৃক্ষরোপণ করেন নির্বাহী পরিচালক।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]