[ad_1]
যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৩: ৪৪
চেয়ারম্যানের দেওয়া প্রত্যয়নপত্র। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল এমন প্রত্যয়নপত্র দিয়েছেন বলে জানা গেছে। মো. শরীফ মিয়া (২২) নামে এক যুবককে ধর্ষক হিসেবে আখ্যায়িত করে এ প্রত্যয়নপত্র দেওয়া হয়। এমন ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।
প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে মাইজবাগ ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল বলেন, ‘সমাজে অনেক খারাপ মানুষেরও ভালো প্রত্যয়নপত্র পাওয়ার রেকর্ড অনেক। এতে খারাপ লোকগুলো আরও খারাপ হওয়ার সাহস পায়। তাই যে খারাপ তাকে সেই প্রত্যয়নপত্রই দেওয়া হয়েছে। যাতে অন্য খারাপ লোকেরা এ থেকে শিক্ষা নিতে পারে। যারা খারাপ তাকে ভালো মানুষের প্রত্যয়নপত্র দেওয়া ঠিক না। সেটা জাতির সঙ্গে প্রতারণা। শরীফ ধর্ষণ করেছে।’ যার কারণে তাঁকে ধর্ষণের প্রত্যয়ন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন চেয়ারম্যান।
জানা গেছে, মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে যান স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের তারাটি গ্রামের মো. আব্দুল বারেক মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২২)। প্রত্যয়নপত্রে ইউপি চেয়ারম্যান উল্লেখ করেন, ‘মো. শরীফ মিয়া. পিতা: বারেক মিয়া, আমার জানামতে তিনি ইতিপূর্বে এক কিশোরীকে ধর্ষণ করতে না পেরে বাড়িতে আগুন লাগিয়ে দেন। তিনি একজন দুষ্কৃতকারী এবং দুশ্চরিত্রের। তা ছাড়া কিছুদিন আগে তিনি চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন। তিনি সামাজিক বা আইনের কোনো তোয়াক্কা করেন না। আমি তাঁকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
ধর্ষণের প্রত্যয়ন পাওয়া শরীফ এ বছরের ১৩ জুন একই এলাকার এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনার পর ছাত্রীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় শরীফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার ওই শিশুর পরিবারের হাতেও ধর্ষণের প্রত্যয়নপত্র পৌঁছেছে।
এদিকে গত (১ আগস্ট) শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে র্যাব-১-এর সদস্যরা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শরীফকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র্যাব-১৪-এর কাছে হস্তান্তর করে। ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ পরের দিন শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]