[ad_1]
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বাসস্টপে লাগেজের ভেতর থেকে দুই বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, তার বিরুদ্ধে শিশুর প্রতি অবহেলা ও অমানবিক আচরণের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, রোববার কাইওয়াকা শহরের একটি বাসস্টপে ঘটনাটি ঘটে। বাসের এক যাত্রী লাগেজের জায়গায় প্রবেশের অনুরোধ করলে চালকের দৃষ্টিতে একটি ব্যাগের অস্বাভাবিক নড়াচড়া ধরা পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ব্যাগটি খুলে দেখেন এবং সেখান থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়।
নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘চালক ব্যাগটি নড়াচড়া করতে দেখে উদ্বিগ্ন হন। ব্যাগ খোলার পর সেখান থেকে একটি দুই বছর বয়সী শিশুকন্যাকে জীবিত অবস্থায় পাওয়া যায়।’
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত শিশুটির শরীর অত্যন্ত গরম ছিল, তবে তার শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হচ্ছে।
শিশুটির সঙ্গে অভিযুক্ত নারীটির কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি। আজ সোমবার তাকে অকল্যান্ডের নর্থ শোর জেলা আদালতে হাজির করা হবে।
নিউজিল্যান্ড পুলিশ বাসচালকের ভূমিকার প্রশংসা করে বিবৃতিতে বলেছে, ‘চালক যেভাবে পরিস্থিতির অস্বাভাবিকতা দ্রুত বুঝে ব্যবস্থা নিয়েছেন, তা প্রশংসনীয়। নইলে আরও ভয়াবহ কিছু ঘটতে পারত।’ পুলিশ বলছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং শিশুটির পরিচয় ও পারিবারিক প্রেক্ষাপট নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]