[ad_1]
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি। এভাবে সাময়িক সাফল্য এলেও দেশের ক্রিকেট উন্নয়নে যে এ ধরনের উইকেট যে সহায়ক নয়, ক্রিকেটাররা অসংখ্যবার বলেছেন।
২০১০ থেকে মিরপুরের কিউরেটর হিসেবে কাজ করা গামিনি শত প্রশ্নের মধ্যেও টিকে আছেন ভালোভাবেই। মাসে সাড়ে ৪ হাজার ডলার বা সাড়ে ৫ লাখ টাকা বেতন পাওয়া গামিনির চাকরির মেয়াদ সম্প্রতি এক বছর বাড়ার খবর মিললেও বিসিবি সূত্রে জানা যায়, স্বয়ং সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখন আর গামিনিকে রাখার পক্ষে নন। তাঁকে হয় বরখাস্ত করা নাহলে পদত্যাগ করতে হবে—এ রকম বিষয়ে বোর্ডে আলোচনা হয়েছে বলে জানা গেছে। যদিও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গামিনির বরখাস্ত বা পদত্যাগের বিষয়ে গতকাল কোনো মন্তব্য করতে চাননি, ‘এ বিষয়ে বলতে পারব না। পুরোটাই বোর্ডের অভ্যন্তরীণ বিষয়।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]