[ad_1]
বাড়িতে লোকসংখ্যা যত, ব্যাগও কি তত? হিসাব করলে দেখা যাবে, ব্যাগের সংখ্যা বাসার মানুষের চেয়ে বেশি।
স্কুলব্যাগ, অফিসের ব্যাগ, বাজারের ব্যাগ—এমন আরও অনেক ব্যাগ প্রায় প্রতিদিন আমাদের ব্যবহার করতে হয়। বাইরে থেকে বাড়ি ফিরে এসব ব্যাগের জায়গা হয় আলমারিতে অথবা দরজার পেছনের হ্যাঙ্গিংয়ে। এত ব্যাগ গুছিয়ে রাখাটাও কিন্তু কম ঝামেলার নয়। আর বাসা থেকে বের হওয়ার সময় যদি প্রয়োজনীয় ব্যাগটা হাতের কাছে না পাওয়া যায়, তাহলে সেটাও বিড়ম্বনার বিষয়। সে কারণে প্রতিদিনের ব্যবহার করা ব্যাগগুলো সহজে গুছিয়ে রাখার কিছু নিয়মকানুন জেনে নিতে পারেন।
বর্ষাকালে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পর ব্যাগ শুকাতে দিন। এ জন্য দরজার পেছনে বা দেয়ালে হুক লাগিয়ে নিতে পারেন। এতে ব্যাগ ঝুলিয়ে রাখলে বাতাসে শুকিয়ে যাবে। পরে না হয় আপনার পছন্দমতো কোথাও রেখে দিলেন।
ব্যাগ এবং তার সঙ্গে আনুষঙ্গিক জিনিসপত্র সব একসঙ্গে গুছিয়ে রাখতে চাইলে বানিয়ে নিতে পারেন বড়সড় একখানা স্টোরেজ শেলফ। আর তাকগুলোতে রাখুন দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, যা রোজ বা ব্যাগ বদলের সঙ্গে সঙ্গে নিতে হয়—ওয়ালেট, চাবি বা সানগ্লাস। শেলফের হুকগুলোতে ঝুলিয়ে রাখুন ব্যাগ ও স্কার্ফ। আর নিচের স্টোরেজে রাখতে পারেন ব্যাকপ্যাক, ট্রাভেল ব্যাগ, ক্লাচ বা হাতল নেই এমন ব্যাগগুলো।
গতানুগতিক ট্রি-স্টাইলের কোট র্যাকও কিন্তু ব্যাগ ঝুলিয়ে রাখতে বেশ কাজে দেয়। এর একাধিক হুক ব্যবহার করে আপনি গুছিয়ে রাখতে পারবেন ব্যাগ, টুপি, স্কার্ফ, টাই ইত্যাদি।
ব্যাগ গোছানোর কাজে খুব বেশি জায়গা না হলে ব্যবহার করতে পারেন রডের বা কাঠের তৈরি ঝোলানো শেলফ। ছোটখাটো এসব শেলফ সাধারণত সব ধরনের ঘরে মানিয়ে যায়। এর হুকগুলোতে আপনার ব্যাকপ্যাক ঝুলিয়ে রাখলে পরিপাটি লাগবে। এগুলোর ওপরে অনেক সময় ছোট্ট একটা তাকও থাকে, যাতে মোবাইল ফোন, পছন্দের ছবি রাখতে পারেন।
যাঁদের শুধু ব্যাগ রাখার প্রয়োজন, অর্থাৎ যাঁরা অন্য কিছু রাখার সুবিধা চাচ্ছেন না, তাঁরা বেছে নিতে পারেন সাদামাটা ধরনের দেয়ালে ঝোলানো হুক।
এ জিনিসগুলো বাড়ির কোনো জায়গা নষ্ট করে না; কিন্তু ব্যাগ গুছিয়ে রাখার ব্যাপারে ভীষণ কার্যকর।
যাঁরা হুকে ব্যাগ ঝুলিয়ে রাখা পছন্দ করেন না, তাঁদের জন্য আদর্শ বিকল্প হতে পারে ছোট ছোট খোপওয়ালা কাঠের শেলফ। এ ধরনের শেলফের খোপগুলোতে প্লাস্টিক বা কাপড়ের তৈরি অর্গানাইজার বক্স রাখতে পারবেন সহজে। আর সেই বক্সগুলোতে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র।
সূত্র: ববভিলা
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]