[ad_1]
যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনায় দেশের পুঁজিবাজারে নতুন করে প্রাণ ফিরে এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনেও বড় উত্থান হয়েছে। লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১২২টির এবং আগের দরে লেনদেন হয়েছে ৫৮টির। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৭৪ কোটি ১ লাখ টাকা। এর মাধ্যমে গত বছরের ১৪ আগস্টের পর ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হলো।
জানতে চাইলে ডিএসইর এক সদস্য বলেন, আলোচনার মাধ্যমে সরকার যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে সক্ষম হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। তা ছাড়া ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে যাওয়ায় শেয়ারবাজারে টাকার একটি অংশ সেখানে চলে যায়। এখন সুদের হার কমায় সেই টাকা শেয়ারবাজারে ফিরতে শুরু করেছে। এ কারণে বাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে লেনদেনের গতিও বাড়ছে।
এর সঙ্গে আরেকটি কারণ যোগ করেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, সরকারের দায়িত্বশীল পক্ষ থেকে নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া হয়েছে। ফলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা ছিল, সেটা দূর হয়েছে। এটিও আস্থা ফেরাতে সহায়ক ভূমিকা রেখেছে।
এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৭০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৫৮টির এবং আগের দরে লেনদেন হয়েছে ২২টির। দিনভর লেনদেন হয়েছে ২০ কোটি ৬ লাখ টাকা।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]