[ad_1]
বাংলাদেশের কারিগরি ও পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) খাতের উন্নয়নে ১৫ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি); দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৮৩০ কোটি টাকা। এই ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এবং বার্ষিক সুদের হার ২ শতাংশ। এই অর্থায়নে প্রশিক্ষণ পাবেন ১০ হাজার শিক্ষক এবং এর সুফল পাবে অন্তত ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থী।
গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ-সংক্রান্ত একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদির সিদ্দিকী এবং এডিবির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির বাংলাদেশ কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং।
অনুষ্ঠানে হো ইউন জিয়ং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বহুমুখীকরণ ও দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্য বাস্তবায়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা পাঁচটি খাতকে অগ্রাধিকার দিচ্ছি—যন্ত্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সিভিল ইঞ্জিনিয়ারিং এবং খাদ্য ও কৃষি। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য ও সামাজিক বঞ্চনা কমানো এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এ কর্মসূচি। এটি সরকারের সমন্বিত টিভেট উন্নয়ন কর্মপরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত।
টিভেট টিচার্স ফর দ্য ফিউচার নামের এই ফলাফলভিত্তিক কর্মসূচির আওতায় সারা দেশে আধুনিক প্রশিক্ষণ সুবিধা বাড়ানো হবে, বিশেষ করে ঢাকা শহরের বাইরের পিছিয়ে থাকা এলাকাগুলোয়। প্রশিক্ষকের কারিগরি ও পঠনপাঠনের দক্ষতা বাড়ানো হবে, একই সঙ্গে তৈরি হবে শিক্ষক ব্যবস্থাপনা ও মূল্যায়নের আধুনিক পদ্ধতি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]