[ad_1]
রংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ (আমতলী) বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) ও মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।
স্থানীয় বাসিন্দাদের বরাতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, উপজেলার সাহাবাজ এলাকার আমতলী নামের বাজারে নজর আলী নামের এক ব্যক্তি নতুন সারের দোকান চালু করেন। আজ ছিল উদ্বোধন। উদ্বোধনের জন্য অন্তত ৪০-৫০ জন এসেছিলেন। মাগরিবের নামাজের পর উদ্বোধন উপলক্ষে দোকানের ভেতর মিলাদ ও জিকিরের আয়োজন করা হয়।
দোকানঘরের সঙ্গে কাঁচা বাঁশের খুঁটিতে মাইক লাগানো ছিল। সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হলে সেই বাঁশের মাথা ১১ কেভি ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বাঁশসহ টিন দিয়ে ঘেরা দোকানঘরটি বিদ্যুতায়িত হয়। এ সময় দোকানঘরের ভেতর জিকির করার সময় টিনের সঙ্গে লেগে থাকা শাহাবুদ্দিন, শরিফুলসহ সাতজন বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্য তিনজন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় মরদেহ হস্তান্তরসহ আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]