[ad_1]
যান্ত্রিক ত্রুটির কারণে পারাবত এক্সপ্রেস ট্রেন প্রায় আড়াই ঘণ্টা ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনে আটকে আছে। ট্রেনের কোচের লিংক লাইনে ত্রুটির কারণে পেছনের তিনটি বগিতে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ না থাকায় ট্রেন ছাড়তে পারছে না কর্তৃপক্ষ। মেরামতের কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
দীর্ঘ সময় ধরে ট্রেনের ভেতরে অপেক্ষা করতে গিয়ে বিরক্তি প্রকাশ করেছেন যাত্রীরা। অনেক যাত্রীকে ট্রেনের ভেতরে গরমে কষ্ট পেয়ে ব্যাগপত্র রেখে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি রোববার বিকেল ৪টায় সিলেট থেকে ছেড়ে আসে। এটি সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল পৌঁছানোর কথা থাকলেও আসে ৬টা ৫০ মিনিটে। স্টেশনে পৌঁছানোর পর দেখা দেয় বিদ্যুতের সমস্যা।
ট্রেনের যাত্রী মায়া সায়মন আহমেদ বলেন, ‘ভীষণ অস্বস্তিকর অবস্থা। ট্রেনের ভেতর সব মালামাল রেখেছি, কিন্তু ফ্যান-এসি সব বন্ধ। বাইরে দাঁড়িয়ে থাকাও নিরাপদ না। রাতে কখন যে ঢাকা পৌঁছাব, কে জানে। বাসায় ফেরাটাও কষ্টকর হবে।’
রেলওয়ের শ্রীমঙ্গল স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন জানান, কোচে সমস্যা থাকায় ট্রেনটি সঠিক সময়ে ছাড়তে পারেনি। মেরামতের কাজ চলছে। যাত্রীদের নিয়মিত মাইকিং করে তথ্য জানানো হচ্ছে। যেহেতু ট্রেনটি এখনো স্টেশনে, তাই ঢাকায় পৌঁছাতে কিছুটা সময় লাগবে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]