[ad_1]
বরিশালের গৌরনদী উপজেলায় একটি রাস্তায় বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী লোকজন। গতকাল শনিবার গভীর রাতে সিমেন্টের বস্তাভর্তি একটি ট্রাকের চাপে রাস্তাটিতে এমন গর্ত তৈরি হয়।
আজ রোববার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, নলচিড়া ইউনিয়নে মোল্লার খালপাড় এলাকায় রাস্তাটির গর্তে গাছের ডালপালা পুঁতে রাখা হয়েছে। সিমেন্টভর্তি ট্রাকটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গর্তটির কারণে রাস্তায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। রাস্তাটি দিয়ে গৌরনদী উপজলা সদর থেকে শরিকল ও নলচিড়া ইউনিয়নে লোকজন যাতায়াত করেন। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ইউনিয়ন দুটির বহু মানুষ।
স্থানীয় ইজিবাইক ও অটোরিকশাচালক জসিম সরদার, জাকির, আল-আমিন জানান, গর্তের কারণে তাঁরা রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারছেন না। এতে তাঁদের আয়-উপার্জনের পথও বন্ধ হয়ে গেছে। পিকআপচালক রবিউল, শরীফ ও আলাউদ্দিন জানান, সড়কে গর্ত হয়ে যাওয়ায় গাড়ির মালামাল সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। এই সড়ক কবে নাগাদ ঠিক হবে, তা-ও বুঝতে পারছেন না তাঁরা।
গৌরনদী উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. অহিদুর রহমান জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাক গতকাল রাতে মোল্লার খালপাড় এলাকায় রাস্তার মাঝখানে হঠাৎ করে দেবে যাওয়ায় বড় গর্ত তৈরি হয়েছে। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]