[ad_1]
দেশের যে কোন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর কেউ হামলা করলে তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করবেন বলে হুশিয়ারি জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ রোবাবর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার লক্ষ্যে এনসিপির আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন আমাদের কাজ করার সময়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায় হুমকি দেয় তাহলে পিছু হটবেন না। আমরা জানি, বিভিন্ন এলাকায় এলাকায় বাধা দেওয়া হচ্ছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া এনসিপির নেতা-কর্মীদের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় তাহলে আমরা তা রাজনৈতিকভাবে প্রতিহত করবো।’
তিনি আরো বলেন, ‘আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব পরবর্তী দিক নির্দেশনা দিবেন ৷ আমাদের যদি জীবন চলে যায়, তবুও আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করবো।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]