[ad_1]
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার দায়ে ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গতকাল শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগরে ট্রলারসহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী।
সমুদ্র থেকে আটক এফবি পারমিতা নামের ওই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ আজ রোববার সকালে মোংলার উদ্দেশে রওনা হয়েছে। সন্ধ্যা নাগাদ মোংলার দিগরাজ নৌঘাঁটিতে এটির পৌঁছানোর কথা রয়েছে। ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এ ছাড়া ওই ট্রলারসহ জেলেদের মোংলা থানা-পুলিশে হস্তান্তর করা হবে। আটক জেলেদের বাড়ি ভারতের কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। মোংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, বেআইনিভাবে এ দেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। আগামীকাল সোমবার সকালে জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চণ্ডী নামক দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]