[ad_1]
বগুড়ার নন্দীগ্রামে মসজিদে যাওয়ার পথে বিদ্যুতায়িত হয়ে বুলু মিয়া (৬২) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত ভোররাতে পৌর এলাকার বৈলগ্রাম উত্তরপাড়া পুরোনো জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বুলু মিয়া ওই গ্রামের মৃত তাছিম উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন বুলু মিয়া। মসজিদের সামনে সড়কে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা দেওয়ায় তিনি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুয়াজ্জিনের লাশ উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]