[ad_1]
নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার বিকেল ৪টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা শুরু হয়নি। দুপুর ২টার পর থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা দলটির নেতা–কর্মীদের।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থোকে আসা আশিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঐতিহাসিক ইশতেহার ঘোষণা করবে এনসিপি। এই ইশতেহারের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হবে। মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে।’
সমাবেশে যোগ দেওয়া মাজহার নামের এক কর্মী জানান, জুলাই পদযাত্রার মাধ্যমে দেশের মানুষের কথা জেনেছে দলের কেন্দ্রীয় নেতারা। মানুষের সেই কথা, তাদের যেই আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন হবে ইশতেহারে।
সমাবেশ শুরুর আগে আন্দোলনের সময়ের নানা বিষয় নিয়ে কথা বলছেন বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। এ সময় শহীদ মিনার এলাকায় ছয়টি প্রজেক্টরে জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হচ্ছে।
পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন। নজরদারিতে রেখেছেন পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য জানান, পাশাপাশি দুই দলের সমাবেশের কারণে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা নজরদারি করা হচ্ছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]