[ad_1]
কুষ্টিয়ার ভেড়ামারায় এক যুবককে মারধর করে বেঁধে রেখে তাঁর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার একটি সড়কে এ ঘটনা ঘটে। রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
ধর্ষণের এ ঘটনায় আজ রোববার দুপুরে থানায় মামলা করেছেন ওই নারীর স্বামী। গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেড়ামারার মসলেমপুর গ্রামের কালু প্রামাণিক (৪৬), ষোলদাগ গ্রামের মুর্শিদ শেখ (৪৫), টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলি (২৪)।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ (২৪) ভেড়ামারা উপজেলার একটি খাবার হোটেলে রান্নার কাজ করেন। প্রতিদিনের মতো গতকাল কাজ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে স্বামীর সঙ্গে একটি ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ছয়-সাতজন ব্যক্তি ভ্যানের গতিরোধ করেন। তাঁরা ভ্যানচালক ও ওই গৃহবধূর স্বামীকে মারধর করেন। স্বামীকে মারধরের পর তাঁকে বেঁধে রাখা হয়। পরে সড়কের পাশে একটি লিচুবাগানে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
খবর পেয়ে ভেড়ামারা থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে। একই সঙ্গে ঘটনার শিকার নারী ও তাঁর স্বামীকে পুলিশ হেফাজতে নেয়।
ভুক্তভোগী গৃহবধূ, তাঁর স্বামী ও ভ্যানচালকের বরাত দিয়ে কুষ্টিয়ার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, প্রাথমিক তদন্তে তিনজন ওই গৃহবধূকে ধর্ষণ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গৃহবধূকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আসামিদের আদালতে নেওয়া হবে। থানায় মামলা হয়েছে। আরও যাঁরা জড়িত, তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]