[ad_1]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকায় একটি টেলিকমের দোকানে দিনে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
পুলিশ ও মাস্টার টেলিকম মোবাইল বিক্রয় সার্ভিসিং সেন্টারের দোকানমালিক বকুল মিয়া জানান, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় ওত পেতে থাকা সাতজন চোর দোকানের তালা আঠাজাতীয় জিনিস দিয়ে খুলে ভেতরে ঢুকে ৫-৭ মিনিটের মধ্যে দোকানে থাকা ১৫টি স্মার্টফোন, ১০-১৫ হাজার টাকা এবং ড্রয়ার ভেঙে নিয়ে গেছে। সে সময় দোকানে মারা দুটি তালা খুলে চোরদের নিজের একটি নতুন তালা মেরে গেছে। এ ঘটনার পুরো চিত্র সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে জানান, জুমার নামাজে সবাই যখন ব্যস্ত ছিল, সে সময় তারা চুরি করেছে। সেখানে থাকা প্রায় সাত লাখ টাকার মালপত্র চুরি করে নিয়ে গেছে। তারা সবাই বাইরের এলাকার চোর।
ওসি আরও বলেন, তারা পেশাদার চোর। ধারণা করা হচ্ছে, তারা মোবাইল চুরি করে পাশের দেশ ভারতে পাচার করে দিয়েছে। তাদের ধরতে পুলিশ, ডিবিসহ একাধিক টিম কাজ করছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]