[ad_1]
রাজবাড়ীর পাংশায় পাট ধোয়ার সময় বজ্রপাতে এক নারী ও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আরও চারজন আহত হন।
শনিবার বিকেলে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন কাচারিপাড়া গ্রামের নিজামউদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে তামিম মোল্লা (১৫)।
আহত ব্যক্তিরা হলেন কাচারিপাড়া গ্রামের সৌরভ, আজিম, হোসাইন এবং বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের জবেদা বেগম।
স্থানীয়রা জানান, বিকেলে কিশোর তামিম ও আনোয়ারা বেগম বিলের মাঠে পাট ধোয়ার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। সে সময় বজ্রপাতে তামিম ও আনোয়ারা বেগমসহ আরও তিনজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীরা তাঁদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারা ও তামিমকে মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা নিবাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]