[ad_1]
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত যাত্রীবাহী বাসের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ শনিবার দুপুরে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার অদূরে ওজন স্টেশনের সামনে সিয়াম পরিবহনের বাসের চাকায় আগুন লাগে। তাৎক্ষণিক বাসের গতিরোধ করা হলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। এতে প্রাণে বেঁচে যান অর্ধশত যাত্রী।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, বাসটি ঢাকা থেকে যাত্রী বোঝাই করে বরিশালের পটুয়াখালীর উদ্দেশে রওনা দেয়। বেলা ১টার দিকে বাসটি এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার অদূরে ওজন স্টেশনের সামনে এলে চাকায় হঠাৎ করে আগুন ধরে যায়। এতে চালক গতিরোধ করলে আতঙ্কে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। এতে কেউ হতাহত হয়নি।
দেওয়ান আজাদ হোসেন আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসটির যাত্রীরা অন্য বাসে করে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]