[ad_1]
জাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি বলেন, ‘আমরা আশরাফুলকে বরিশালের কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি।’
সূত্র থেকে জানা যায়, প্রধান কোচ মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার ব্যক্তিগত কারণ দেখিয়ে বরিশালের কোচ হতে অপারগতা জানিয়েছেন। সে হিসেবেই আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে বরিশালের নতুন কোচ পাওয়া।
২০২৪ ও ২০২৫ মৌসুমের গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আশরাফুল। প্রথমবার রংপুর শিরোপা জিতলেও পরের বার হয়েছে রানার্সআপ।
আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। এতে অংশ নেবে আটটি বিভাগীয় দল।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]