[ad_1]
নওগাঁর রাণীনগরে জুয়েল রানা (৪৫) নামে এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে রাণীনগর-আত্রাই সড়কের ঘোষগ্রাম এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ব্যবসায়ী জুয়েল রানা নওগাঁ সদরের চকরামপুর মহল্লার তাহের সরদারের ছেলে। গতকাল রাতে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
জুয়েল রানা জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে ভবানীপুর বাজার থেকে বকেয়া টাকা আদায় করে অটোরিকশা রিজার্ভ করে নওগাঁ ফিরছিলেন তিনি। রাণীনগর-আত্রাই সড়কের ঘোষগ্রাম বেতগাড়ী এলাকায় এলে দুটি মোটরসাইকেলে থাকা ছয়জন মাস্ক পরা ব্যক্তি তাঁর অটোরিকশার গতিরোধ করেন। এরপর চাকুর ভয় দেখিয়ে তাঁর টাকার ব্যাগটি কেড়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যান ছিনতাইকারীরা।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘রাস্তায় টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]