[ad_1]
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. শরীফ মিয়া (১৯) ও মো. মোস্তাফিজুর রহমান (২২)। শরীফের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামে। মোস্তাফিজুরের বাড়ি ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, শরীফ মিয়া স্কুলে যাওয়া-আসার পথে এক শিক্ষার্থীকে প্রায়ই বিরক্ত করতেন। গত ১৩ জুন ভিকটিমকে তার বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ১৫ জুন ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন।
ঘটনার পর থেকেই শরীফ পলাতক ছিলেন। গতকাল ১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব তাঁকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করে।
অপর আসামি মোস্তাফিজুর রহমান কলেজপড়ুয়া এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ২০ মে রাতে মেয়ের বাড়িতে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে গত ২২ জুলাই আদালতে মামলা করেন।
ঘটনার পর থেকে মোস্তাফিজ পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর বাসন থানা এলাকা থেকে মোস্তাফিজুরকে গতকাল ১ আগস্ট গ্রেপ্তার করে র্যাব।
দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার-পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]