[ad_1]
দ্বারে দ্বারে ঘুরেও কোনো সরকারি ভাতা না পাওয়া সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের বিধবা মোছা. শাহীদা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর তাঁকে ডেকে নিয়ে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদটি দেখার পর আমরা শাহীদা বেগমকে উপজেলা অফিসে ডেকে নিই। তাঁকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁকে বিধবা ভাতার কার্ডও দেওয়া হবে।’
প্রশাসনের পক্ষ থেকে শাহীদা বেগমকে যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে, তার মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, চিনি, মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়া।
গতকাল শুক্রবার (১ আগস্ট) আজকের পত্রিকায় ‘দ্বারে দ্বারে ঘুরেও ভাতা মিলছে না শাহীদার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে জানানো হয়, স্বামী হারানোর পর শাহীদা বেগম মৃত বড় ছেলের ছেলে (নাতি) ও বাক্প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পলিথিনে মোড়ানো এক ঝুপড়িতে মানবেতর জীবন যাপন করছেন। বাড়ি বাড়ি কাজ করে যা আয় করেন, তা দিয়েই কোনোভাবে সংসার চালিয়ে আসছেন। কিন্তু এত দিনেও কোনো সরকারি ভাতা পাননি তিনি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]