[ad_1]
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামে এক পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে পিটিয়ে মেরেছেন।
আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নজরুলের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। বাবার নাম রহিম মোল্লা। খিলগাঁও সিপাহিবাগ উত্তর গোড়ান চারতলা গলি এলাকায় এক ভাড়া বাসায় স্ত্রী আকলিমা বেগমসহ দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। কাছেই পুরি-শিঙাড়া বিক্রি করতেন।
নজরুলের মামা কামাল হোসেন জানান, ইয়াবা সেবন করার পাশাপাশি বিক্রিও করতেন তিনি। খিলগাঁও থানায় তাঁর নামে মাদক মামলা রয়েছে।
ঘটনা সম্পর্কে কামাল হোসেনের দাবি, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরুলের বাসায় ঢুকে স্ত্রী-সন্তানদের সামনে তাঁকে অনেক মারধর করেন। পরে নজরুল ও তাঁর স্ত্রীকে বাসাবো ক্যাম্পে নিয়ে যান তাঁরা। সেখানেও নজরুলকে বেধড়ক মারধর করা হয়। মারধরের একপর্যায়ে আজ শনিবার ভোর ৪টার দিকে তিনি অচেতন হয়ে পড়লে তাঁর স্ত্রীকে হাজার টাকা দিয়ে তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে যেতে বলেন বাহিনীর দুই সদস্য। এরপর গুরুতর আহত নজরুলকে মুগদা হাসপাতালে নিয়ে যান আকলিমা। সেখান থেকে তাঁকে খিলগাঁও থানার পুলিশের সহায়তায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নজরুলের হাতে-পিঠে মারধরের একাধিক দাগ ছিল বলে দাবি তাঁর স্বজনদের।
এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ‘খিলগাঁওয়ের বাসা থেকে নজরুলকে তাঁর স্বজনেরা মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে থানার পুলিশের সহায়তায় ঢামেক হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]