[ad_1]
টেবিল টেনিসে আসছেন থাই কোচ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১০: ৩৯
থাইল্যান্ডের কোচ পাস্সারা পাত্তারাথোর্ন। ছবি: ইনস্টাগ্রাম
অনিশ্চয়তা কাটিয়ে নেপালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে শেষ পর্যন্ত অংশ নেয় বাংলাদেশ টেবিল টেনিস দল। কিন্তু প্রত্যাশা মেটাতে পারেনি। চার ম্যাচের চারটিতেই হেরেছে পুরুষ ও মহিলা দল। সূত্রে জানা গেছে, এসএ গেমসকে সামনে রেখে দুই মাসের জন্য থাইল্যান্ডের কোচ পাস্সারা পাত্তারাথোর্নকে নিয়োগ দিতে যাচ্ছে টেবিল টেনিস ফেডারেশন।
২৬ বছর বয়সী পাস্সারা অবশ্য এখনো খেলা ছাড়েননি। এর পাশাপাশি কোচিংও চালিয়ে যাচ্ছেন। তাঁর ছাত্ররা বেশ সুনাম কুড়াচ্ছেন। ৮ বছর বয়স থেকে টেবিল টেনিস খেলা শুরু করেন তিনি। থাইল্যান্ডের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ৮ বছর। ২০১৬ ও ২০২১ সালে জিতেছেন থাইল্যান্ড চ্যাম্পিয়নশিপ। ২০২১ সালে ভিয়েতনামে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসের দলীয় ইভেন্টে সোনা জেতেন তিনি।
বাংলাদেশে আসার ব্যাপারে পাস্সারা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভিসা পেয়ে গেছি, টিকিটের অপেক্ষায় আছি।’
৬ বছর আগে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সর্বশেষ এসএ গেমসে দুটি ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানে হবে ২৬ তম এসএ গেমস।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]