[ad_1]
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ তবে সিলেটে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯: ৪৪
এ মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ।
ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় আগস্টে অপ্রত্যাশিত একটা ফাঁকা সূচি তৈরি হয়েছিল বাংলাদেশ দলের সামনে। এই ফাঁকা সময়ে শুধু নেট সেশন করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এশিয়া কাপ খেলতে গেলে প্রস্তুতির একটা ঘাটতির আশঙ্কা থেকে যায়। সে কারণে এ মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ।
সিরিজটা যে সিলেটেই হতে যাচ্ছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের কথাতেই বোঝা গেল, ‘সবচেয়ে ভালো উইকেট যেখানে হবে, আমরা সেখানে সিরিজটা খেলব। ঢাকার সম্ভাবনা কম, ঢাকার বাইরে হবে। সিলেটে হয়তো হবে। সাম্প্রতিক অতীতে উইকেট, গ্রাউন্ডসের সিলেটের ভালো সুনাম হয়েছে। এশিয়া কাপের আগে আমরা যে ধরনের উইকেট চাইব, সে চাহিদা শুধু সিলেটই মেটাতে পারবে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে আগস্টের তৃতীয় সপ্তাহে। দুই বোর্ডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত না হওয়ায় ফাহিম সূচি নিশ্চিত করতে চাননি। এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ৬ আগস্ট। ১০ আগস্ট হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ওই দিনই প্রধান কোচ ফিল সিমন্স যোগ দেবেন দলের সঙ্গে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]