[ad_1]
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে একটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ২৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন। ১০ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একটি পদ হলো ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৩)।
এর আগে গত ১১ জুলাই ব্যক্তিগত সহকারী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত সহকারী পদের ব্যবহারিক পরীক্ষা ১০ আগস্ট বেলা ২টায় আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পরীক্ষার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার সময় ইস্যুকৃত প্রবেশপত্রসহ উপস্থিত হতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]