[ad_1]
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পেয়ারাবাগান ও ভাসমান হাটে ঘুরতে আসা যুবকদের নৌকা থেকে লাউড স্পিকার (সাউন্ডবক্স) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ঐতিহ্যবাহী পেয়ারার হাট ও বাগানে বেড়াতে এসে কেউ যেন লাউড স্পিকারে গানবাজনা চালিয়ে পরিবেশের ক্ষতি না করেন, সে জন্য সবাইকে সতর্ক করেন আদালত।
আজ শুক্রবার (১ আগস্ট) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ। তিনি বলেন, ‘বরিশালের বিখ্যাত এই ভাসমান পেয়ারার হাটে প্রতিদিন হাজারো পর্যটক আসেন। কিন্তু কেউ কেউ উচ্চ শব্দে গান বাজানোসহ অশালীন অঙ্গভঙ্গি করে ট্রলারে ঘুরতে এসে পরিবেশ নষ্ট করেন। পর্যটকদের সহযোগিতায় এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করাই আমাদের লক্ষ্য। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জানান, আগামী দিনেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে এবং যাঁরা নিয়ম ভঙ্গ করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরাও প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, অতিরিক্ত শব্দের কারণে শুধু প্রকৃতি নয়, বাগানের উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ছে। তা ছাড়া কিছু তরুণ-তরুণী ট্রলার করে ঘুরতে এসে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচ-গান করেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই প্রশাসনের এই অভিযান অনেক সুফল বয়ে আনবে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]