[ad_1]
রাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন মোহাম্মদ রাজু শেখ, মোহাম্মদ ফাহিম, সুমন গাজী ও মো. রাসেল।
বিকেলে চারজনকে আদালতে হাজির করে হাজারীবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই মো. আব্দুল হাই প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ সকালে অভিযান চালিয়ে হাজারীবাগ ঝাউচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে হাজারীবাগের কালুনগর বেড়িবাঁধ এলাকায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা রওশন আরা, তাঁর ছেলে লিটন (৪০) ও নাতি রোহানকে (১০) লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। তাঁদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে সাদ্দাম হোসেন নামের একজন আটক করে। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
অন্যদিকে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বৃদ্ধা রওশন আরা মারা যান। লিটন ও রোহানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মৃত রওশন আরার মেয়ে রুনা আক্তার বাদী হয়ে আজ সকালে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
উল্লেখ্য, ঘটনাস্থল থেকে আটক সাদ্দাম হোসেন গণপিটুনির শিকার হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন। এ জন্য তাঁকে আদালতে হাজির করা হয়নি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]