[ad_1]
নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষণপুর পাঠানপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে যায়। সেখানে প্রায় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সেনাবাহিনী প্রথমে যানজট নিয়ন্ত্রণ করে। তারপর নিহতের পরিবার ও এলাকাবাসীর কাছে ঘটনাটি শোনে এবং সঠিক বিচারের আশ্বাস দেয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত ইয়াসিনের মা মেনহারুল, বোন মিনা, এলাকাবাসীর পক্ষে আজহার ও রহমত খান। বক্তারা বলেন, গত বুধবার রাতে নিহত ইয়াসিন সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলায় রাত ১১টা পর্যন্ত সহপাঠীদের সঙ্গে ছিলেন।
পরে কে বা কারা উপজেলার সাইলার মোড়ে ডেকে নিয়ে যায়। পরিবারের লোকজন ও এলাকাবাসী পরদিন বৃহস্পতিবার সকালে শহরের বগুড়া ক্যানেল সেলফির মোড়ে আকাশমণিগাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
বক্তাদের দাবি, ওই এলাকার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক থাকায় তার পরিবার রাতে ইয়াসিনকে হত্যা করে আকাশমণি কাছে ঝুলিয়ে রাখে। নিহতের মা ও বোন এবং সহপাঠীরা অভিযোগ করে বলেন, ওই মেয়ের পরিবার তাদের হুমকি প্রদান করে যাতে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]