[ad_1]
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭২০ জন। এযাবৎ দেশে মোট করোনা আক্রান্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৬৫ জন।
আর মোট ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৬৬২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত করোনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৯। সর্বশেষ মারা যাওয়া পুরুষ খুলনা বিভাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ মাসে দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]