[ad_1]
একে একে হারিয়ে যায় ৫ ছাগল, ২০ ফুট লম্বা অজগরকে পিটিয়ে হত্যা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৮: ৪৯
অজগরটিকে পিটিয়ে মারছেন এলাকাবাসী। ছবি: সংগৃহীত
গ্রামে কয়েক দিন ধরে চারটি ছাগলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবাই ভেবেছিলেন, হয়তো ছাগলগুলো চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার আবার আরও একটি ছাগল হারিয়ে যায়। পরে দেখা যায়, বিশাল একটি অজগর সাপ ছাগলটিকে গিলে খাচ্ছে। তখন সবাই বলতে থাকেন, অজগরই সবগুলো ছাগল খেয়েছে এত দিন। এরপর এলকার সবাই দেশীয় অস্ত্র নিয়ে সাপটিকে পিটিয়ে হত্যা করেন।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামে এ ঘটনা ঘটেছে। মেরে ফেলা অজগরটি প্রায় ২০ ফুট লম্বা বলে জানিয়েছেন এলাকাবাসী। মৃত ওই সাপের একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কয়েকজন মানুষ অজগর সাপটিকে পিটিয়ে মারছেন। কয়েকজন দাঁড়িয়ে মৃত সাপটি দেখছেন। মৃত সাপের পাশে একটি মৃত ছাগলও রয়েছে।
এ বিষয়ে বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী রেঞ্জার রবিন্দ্র কুমার সিংহ বলেন, ‘বিষয়টি আজ (শুক্রবার) শুনেছি। আমরা খোঁজ নিয়ে দেখছি; তবে দুর্গম এলাকা হওয়ায় মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না।’
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘সাপটি ৫ নম্বর ছাগল খাওয়ার সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হত্যা করেছেন। অজগর সাপটি শুনেছি প্রায় ২০ ফুট লম্বা হবে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]