[ad_1]
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এক সপ্তাহ পর নিখোঁজ পাঁচ জেলের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সৈকতের মিরাবাড়ি পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ। ওই জেলের নাম নজরুল ইসলাম (৬০)। তাঁর বাড়ি কুয়াকাটার আলীপুরে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল। গত ২৫ জুলাইয়ের ওই ট্রলারডুবির ঘটনায় এখনো চার জেলের কোনো সন্ধান মেলেনি।
নৌ পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে সৈকত থেকে নজরুলের লাশটি উদ্ধার করা হয়। পরে তাঁর ছেলে পরিচয় শনাক্ত করেন। এরপর লাশটি মহিপুর থানায় হস্তান্তর করা হয়। এ ছাড়া গঙ্গামতি এলাকায় একটি লাশ ভেসে আসার খবর পেয়ে পুলিশ পাঠানো হলেও সেখানে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, একজন জেলের লাশ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ, ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। বাকি পাঁচ জেলে নিখোঁজ হন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]