[ad_1]
মেহেরপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার তাপস কুমার ঘোষ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার ধর্মেন্দ্র কুমার পান্ডে।
১৭ বাংলাদেশির মধ্যে চার শিশুসহ পাঁচজন নারী ও আটজন পুরুষ সদস্য রয়েছেন। এঁদের মধ্যে তিনজন বাগেরহাট, একজন কুড়িগ্রাম, একজন যশোর জেলার এবং বাকি ১২ জন খুলনা জেলার বলে জানা গেছে। এঁরা কাজের সন্ধানে ২০ থেকে ২৫ বছর আগে ভারতে গিয়েছিলেন। বাংলা ভাষা ভুলেছেন কেউ কেউ। আবার অনেকের জন্ম ভারতে।
এঁরা হলেন বাগেরহাট জেলার মো. নাসির (৫৬), মো. মঞ্জু (৪৫) ও মোহাম্মদ ইয়াসিন (২৩)। খুলনা জেলার বুলবুল পাটোয়ারী (৩৫), আদনান (১০), রাজু খান (৩২), কোহিনুর (২৮), ইসরাফিল (৪), মারিয়া (২), ওমর (৩ মাস), রাজিয়া (৫০), আফরিন (৩০), রফিকুল (৪২), আনসার খান (৬২) ও রাজু আহমেদ (২৮)। যশোর জেলার ফাতেমা (৪২), কুড়িগ্রাম জেলার বিধান বর্মণ (১৯)। হস্তান্তরিত ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]