[ad_1]
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরূপনগর এলাকায় চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনির শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সোহেল রানা (২৩) নামের এক যুবক। নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ পরিচয় দিয়ে ওই যুবক গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে একটি বাড়িতে ঢুকে চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। আটক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকার বাসিন্দা এবং তিনি চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি পলিটেকনিকের ছাত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, সোহেলের সঙ্গে আরও তিন যুবক ছিলেন। তাঁরা সবাই রাতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য লিয়াকত আলীর বাড়িতে গিয়ে বাল্যবিয়ে হচ্ছে বলে অভিযোগ তোলেন এবং তা ধামাচাপা দেওয়ার জন্য চাঁদা দাবি করেন। একপর্যায়ে ওই বাড়ির দুই নারীকে মারধর করেন এবং তাঁদের গলা থেকে দুটি সোনার চেইন ছিনিয়ে নেন।
চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে সোহেলকে ধরে গণপিটুনি দেন। তবে তাঁর সঙ্গে থাকা অন্য তিনজন পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত দুই নারীকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন।
তিনি আরও বলেন, আটক যুবক ওই সংগঠনের কেউ নন। তাঁর বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]