[ad_1]
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। যেখানে সুযোগ পেয়েছেন প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। যদিও বাফুফে ১৯ সদস্যের আংশিক দল ঘোষণা করেছে। বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের কয়েকজন ফুটবলারকে ডাকা হবে ১২ আগস্টের পর। সেদিন দুই দলই খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে।
গত জুনে অর্ধশত প্রবাসী ফুটবলার নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল বাফুফে। সেখান থেকে বেশ কয়েকজনের সুযোগ পাওয়ার কথা ছিল অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে। কিন্তু শেষমেষ যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান ছাড়া আর কেউই ডাক পাননি।
প্রথম ধাপে ১৯ ফুটবলার রিপোর্ট করবেন সহকারী কোচ হাসান মাহমুদ। মুরশেদ আলী ও মিঠু চৌধুরীকে নেওয়া হয়েছে শুধু ঢাকার ক্যাম্পের জন্য। অনূধ্ব-২৩ দলের মধ্যে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে শুধু শাকিল আহাদ তপুর। জাহিদ হাসান শান্ত, সাকিব আল হাসানরা দলে ডাক পেলেও এখনো অভিষেক হয়নি।
জায়ান ছাড়াও প্রবাসী ফুটবলারদের মধ্যে অনূর্ধ্ব-২৩ দলে থাকার কথা রয়েছে কিউবা মিচেল ও ফাহামিদুল ইসলাম। এশিয়ান কাপ বাছাইয়ে কোচ হিসেবে থাকছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। যদিও পেছন থেকে কলকাঠি নাড়ছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। দল নির্বাচনে তিনিও যুক্ত ছিলেন।
শিয়ান কাপ বাছাইয়ে ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। সবগুলো ম্যাচ হবে ভিয়েত ত্রি স্টেডিয়ামে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ৫ দিন আগে যাবে ভিয়েতনামে যাবে বাংলাদেশ। এর আগে ১৮ ও ২২ আগস্ট বাহরাইনে প্রস্তুতি ম্যাচ খেলবে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল (আংশিক) :
গোলরক্ষক: সাকিব আল হাসান, মোহাম্মদ ইমন, মোহাম্মদ আসিফ।
ডিফেন্ডার: জাহিদ হাসান শান্ত, শাকিল আহাদ তপু, কামাকাই মারমা, আলফাজ মিয়া, রাজন হাওলাদার, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী।
মিডফিল্ডার: আশরাফুল হক আসিফ, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মইনুল ইসলাম মইন।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, রাজু আহমেদ জিশান, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমেদ নোভা,, মুরশেদ আলী।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]