[ad_1]
টানা বৃষ্টির মধ্যেও রাজধানীর শাহবাগে আজ শুক্রবারও (১ আগস্ট) অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এই সড়ক অবরুদ্ধ হয়ে আছে। জুলাই সনদ ঘোষণা, বাস্তবায়ন ও তা স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে জুলাই যোদ্ধাদের এ অবস্থান কর্মসূচি।
জুলাই শহীদ পরিবার ও আহতদের ব্যানারে সংগঠিত এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটির দাবি, সরকারের পক্ষ থেকে জুলাই সনদ নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়ায় তাঁরা বাধ্য হয়েই রাজপথে নেমেছেন।
সরেজমিন দেখা যায়, বৃষ্টির মধ্যেই শাহবাগের মূল সড়ক জুড়ে বসে আছেন আন্দোলনে শহীদ পরিবারের স্বজন ও আহতরা। ব্যানার, ফেস্টুন হাতে তাঁরা একটানা স্লোগান দিয়ে যাচ্ছেন: ‘জুলাই সনদ দিতে হবে’, ‘টালবাহানা চলবে না’, ‘অন্তর্বর্তী সরকার জবাব দাও’। সড়কের চারপাশে আন্দোলনকারীরা ব্যারিকেড দিয়ে রেখেছে। এদিকে আজ দুপুরে সড়কের ওপর সারিবদ্ধ হয়ে কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন তাঁরা।
অবরোধের কারণে শাহবাগ, মৎস্য ভবন, কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ পার্শ্ববর্তী অন্যান্য সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে হাসপাতালগামী রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
শাহবাগ থানার সামনে অবস্থান করা পথচারীর লিয়াকত বলেন, ‘এক ঘণ্টার পথ এখন তিন ঘণ্টা লাগছে, এটা মেনে নেওয়া কঠিন।’
জুলাই যোদ্ধা সংসদের সদস্যসচিব মাজহারুল ইসলাম আপন আজকের পত্রিকাকে বলেন, ‘৬৪ জেলা থেকে শহীদ পরিবার ও আহত যোদ্ধারা এসেছেন। প্রত্যেকে নিজের খাবার ও ওষুধ নিয়ে এসেছেন। আমরা এখানে যত দিন লাগুক, অবস্থান চালিয়ে যাব।’
আন্দোলনকারীদের দাবিকৃত ৮ দফার মধ্যে রয়েছে: জুলাই শহীদ ও যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন ও কর্মসংস্থানের নিশ্চয়তা, রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা ও কল্যাণ ব্যয় বহন, সম্মানজনক আজীবন ভাতা, আইনগত সুরক্ষা ও সহায়তা কেন্দ্র, দমন-পীড়নের জন্য আন্তর্জাতিক মানদণ্ডে বিচার, ‘স্বাধীন সত্য ও ন্যায় কমিশন’ গঠন
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘বিক্ষোভকারীরা গতকাল রাতেও শাহবাগে অবস্থান করছিল। আজও তারা আছেন। আমরা এখনো ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছি।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]